'শ্রী শুভ্রজিৎ' - এ মূলত বাংলা ভাষায় শিল্প ও সাহিত্য বিষয়ে আলোচনা করা হয় । শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের বিষয়ে সঠিক তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য ।
'শ্রী শুভ্রজিৎ' নামের অর্থ জ্ঞান ও ঐশ্বর্য জাত। 'শ্রী' শব্দের অর্থ ঐশ্বর্য বা সৌন্দর্য। 'শ্রী' আবার লক্ষী দেবীর আরেক নাম, যিনি ঐশ্বর্য ও সৌন্দর্যের সরূপ। 'শুভ্রজিৎ' শব্দের অর্থ দীপ্যমান জ্ঞান প্রাপক। সরস্বতী দেবী যেহেতু শ্বেত বস্ত্র পরিধান করেন তাই 'শুভ্র' শব্দটি এখানে শোভাকর দীপ্যমান জ্ঞানের প্রতীক।
দীপ্ত জ্ঞান ও ঐশ্বর্য লাভের সংকল্পে প্রতিষ্ঠানের এই নামকরণ।
আপনার মন্তব্য অথবা পরামর্শ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন ।
ইমেইল : srisuvrajit@outlook.com
ধন্যবাদ,
সঙ্গে থাকুন ।